April 25, 2024, 10:50 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2020-12-29 22:08:53 BdST

`জুনে এসএসসি ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষার প্রত্যাশা`


পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২১ সালের জুনে এসএসসি পরীক্ষা ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়া দ্রুতই ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল গড় করে প্রকাশের অধ্যাদেশ জারি করার নির্দেশ দিয়েছেন তিনি। 

মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।    

এসময় ১২ দিনে  ষষ্ঠ-নবম শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হবে জানান তিনি। 

শিক্ষামন্ত্রী এপ্রসঙ্গে বলেন, `প্রতি বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেই। তবে আগের বছরগুলোর মতো এ বছরের শুরুতে বই উৎসব হবে না। মহামারী করোভাইরাসের কারণে আমরা এখন জনসমাবেশ করতে পারি না। ভাগে ভাগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।`

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা