May 19, 2024, 5:56 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-10-01 05:38:10 BdST

কানাডায় ২০৩৪ সাল পর্যন্ত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ


২০৩৪ সাল পর্যন্ত কানাডায় পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। কানাডা সরকারের অর্থ বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জুন মাসে দেশটির পার্লামেন্টে একটি বিল পাশ হওয়ায় ২০৩৪ সাল পর্যন্ত তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে।

কানাডার বাজারে জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি) সুবিধা পেয়ে আসছে বাংলাদেশ। ২০০৩ সাল থেকে এ সুবিধা পাওয়ায় শুল্কমুক্তভাবে তৈরি পোশাক রপ্তানির সুবিধা পায়। এটি ২০২৪ সালে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এরমধ্যেই এ সুবিধা আরো ১০ বছর বাড়ছে।

কানাডার অর্থ বিভাগের তথ্য বলছে, ২০২৬ সালে এলডিসি বা স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণ হওয়ার পর সমস্ত উন্নয়নশীল দেশের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা বাড়িয়েছে কানাডা সরকার। এ সুবিধার আওতায় বাংলাদেশও উপকৃত হবে।

উল্লেখ্য, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির অন্যতম বড় বাজার কানাডা। বিগত ২০২২-২৩ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় কানাডার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।

আর গত অর্থবছরে কানাডায় ১ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা ২০২১-২২ অর্থবছরে ছিল ১ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা