নিজস্ব প্রতিবেদক
Published:2023-11-20 14:30:42 BdST
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ডাঃ মোঃ আবদুস সালাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গলাচিপার কৃতিসন্তান বিশেষজ্ঞ চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আবদুস সালাম।
রোববার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এসে বরিশাল বিভাগীয় বুথ থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দলীয় প্রার্থী হতে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বরেন্য রাজনীতিবিদ ডাঃ মোঃ আবদুস সালাম অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি সিলেট মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি; গলাচিপা হাইস্কুল শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, মনোনয়ন বিক্রির দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম বিক্রি থেকে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা এবং অনলাইনে ১৬ লাখ টাকার মনোনয়নপত্র বিক্রি হয়েছে।
শনিবার প্রথম দিনে ১ হাজার ৭৪টি মনোনয়নপত্র বিক্রি হয়। এতে ৫ কোটি ৩৭ লাখ টাকা আয় হয় আওয়ামী লীগের। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.