September 8, 2024, 9:34 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-11-30 19:10:40 BdST

কুমিল্লা-৫ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের মনোনয়নপত্র দাখিল


কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন দাখিল করেন তিনি। 

শওকত মাহমুদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ২০১২-২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

চলতি বছরের ২১ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে দলটির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

গুঞ্জন ছিল তিনি তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন, কিন্তু শেষ পর্যন্ত স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি। ওই আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন পত্র তুলেছেন হাজি মো. হোসেন নামের এক ব্যক্তি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা