April 29, 2024, 7:27 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-12-05 00:48:36 BdST

‘আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে বিদেশিরা সন্তুষ্ট’


নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশিদের কাছ থেকে কোনোরকম চাপ নেই। বিদেশিরা বিভিন্ন সময়ে আমাদের কিছু পরামর্শ দিয়ে থাকেন। নির্বাচনী প্রস্তুতি দেখে তারা ইতোমধ্যে সন্তোষ প্রকাশ করেছেন। 

সোমবার (৪ ডিসেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি আলমগীর সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচনের দিন ভোটকক্ষের ছবি ও ভিডিও ধারণ করা যাবে। তবে সাংবাদিকরা ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। তারা চাইলে কেন্দ্রের প্রাঙ্গণ থেকে সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারবেন। ভোট গণনার সময়ও তারা উপস্থিত থাকতে পারবেন। যানবাহন হিসেবে তারা বৈধ মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। 

নতুন করে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা– সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি এখন আইনগত বাধা হতে পারে। আইন পর্যালোচনা ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা