May 7, 2024, 12:15 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2023-12-11 22:45:26 BdST

২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ১৩ দিন দেশজুড়ে মাঠে থাকবে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সভা শেষে এ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। 

তিনি বলেন, আজকের সভায় একটি প্রাথমিক আলোচনা হয়েছে। বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা এখনও হয়নি।

কী পরিমান সেনাসদস্য মাঠে থাকবে জানতে চাইলে, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেটা নিয়েও কোনো আলোচনা হয়নি। ইসি যেরকম চাইবে, সেভাবেই আমরা মোতায়েন (ডিপ্লয়) হব।

নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, তা নিয়ে সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে ইসির বৈঠকের পরই নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা এল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এ বৈঠকে অংশ নেন। 

এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবেন। এর মধ্যে আনসার সদস্য থাকবেন ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‍্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫০ জন এবং বিজিবি সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা