নিজস্ব প্রতিবেদক
Published:2024-02-25 08:42:18 BdST
দ্যা ফিন্যান্স টুডের সম্পাদকের বড় ভাই আর নেই
বহুল আলোচিত নিউজ পোর্টাল 'দ্যা ফিন্যান্স টুডে'র সম্পাদক মতিউর রহমানের বড় ভাই এস এম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাত ১.৩০ মিনিটে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এস এস মুজিবুর রহমান গত ৫ই ফেব্রুয়ারি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তিনি আগারগাঁও এর নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৩ই ফেব্রুয়ারি তিনি আংশিক সুস্থ হয়ে বাসায় ফিরে যান।
শনিবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রাজধানীর শ্যামলীতে অবস্থিত বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরন করেন।
আজ রবিবার মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি শিবচরের যাদুয়ার চরে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দ্যা ফিন্যান্স টুডে পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.