July 27, 2024, 11:22 am


শাফিন আহমেদ

Published:
2024-05-20 16:58:11 BdST

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে এই মোহাম্মদ মোখবার?


হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। এদিকে তার আকস্মিক মৃত্যুতে যে প্রশ্নটি সকলের সামনে হাজির হচ্ছে তা হচ্ছে- কে হচ্ছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী এ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন মোহাম্মদ মোখবার। ইরানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট তিনি।

দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। খবর- আলজাজিরা

ইরানের রাজনৈতিক ক্ষমতা কাঠামো অনুসারে প্রেসিডেন্টকে সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে সরকারের প্রধান বিবেচনা করা হয়। যখন সেকেন্ড-ইন-কমান্ড মারা যান, তখন প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন। এক্ষেত্রে ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটে যেতে হবে। এরপর নতুন প্রেসিডেন্টকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে।

আর ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি। এরপরের অবস্থানে থাকেন প্রেসিডেন্ট যিনি থাকেন সরকার প্রধানের ভূমিকায়।

কে এই মোহাম্মদ মোখবার

মোহাম্মদ মোখবার এক সময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ইরানে বিভিন্ন শিল্পগোষ্ঠী নিয়ে পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান সিতাদ- এর প্রেসিডেন্ট ছিলেন, যা সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে তিনি টানা ১৪ বছর দায়িত্ব পালন করেছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা