September 17, 2024, 1:22 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-05 16:53:16 BdST

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা


প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা ঢাকা ছাড়েন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন।

উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে নিরাপদে দেশ ত্যাগ করেন।

এর আগে দুপুরে তিনি সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পদত্যাগ করেন। পদত্যাগ করার পরপরই তিনি গণভবন ত্যাগ করেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতের আগরতলায় গিয়ে পৌঁছেছেন শেখ হাসিনা।

দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ না হওয়ায় আগেই দেশ ছাড়েন শেখ হাসিনা।

এদিকে এদিন দুপুর আড়াইটার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারীরা। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করছেন তারা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা