September 17, 2024, 12:54 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-05 17:17:26 BdST

সেনাপ্রধানের সঙ্গে সুন্দর বৈঠক হয়েছেদেশবাসীকে শান্ত থাকার আহ্বান মির্জা ফখরুলের


দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ আগস্ট) বিকালে সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেছেন, বৈঠক সুন্দর হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, 'জামায়াতে ইসলামী'র আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা