September 17, 2024, 1:58 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-05 21:37:23 BdST

বঙ্গভবনে গেলেন মির্জা ফখরুল ও জামায়াত আমিরসহ অনেকে


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৫ আগস্ট) একটি মিনিবাসে করে তাদের বঙ্গভবনে পাঠানো হয়।

এছাড়া তাদের সঙ্গে রয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন, গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না ও হেফাজত নেতা মামুনুল হকসহ আরও কয়েকজন নেতা।

বঙ্গভবনে অন্য যারা গেছেন তারা হলেন- মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মজিবুল হক চুন্নু, মাহাবুবুর রহমান, হেফাজতে ইসলামের মেজর জেনারেল ফজলে রাব্বি (অব.), শামিম হায়দার, খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দীন আহমদ, মুফতি মনির কাসেমী, জামায়াতে ইসলামের শেখ মো. মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা