September 17, 2024, 2:00 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2024-08-05 21:55:58 BdST

প্রধান বিচারপতির বাস ভবনে ভাঙচুর-লুট


রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাস ভবন দখলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রধান বিচারপতি পরিবারের এক সদস্য বলেন, বাস ভবনের প্রায় সব কিছু লুট হয়ে গেছে। তারা ভাঙচুর চালিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে সারা দেশে মানুষ রাস্তায় নেমে এলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

পদত্যাগ করে দুপুরেই একটি সামরিক হেলিকপ্টারে তিনি দেশ ছাড়েন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি উড়োজাহাজ লকহিড সি-১৩০জে হারকিউলিস তাকে নিয়ে ভারতের আকাশসীমার ওপর দিয়ে যাচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা