আন্তর্জাতিক প্রতিবেদক
Published:2024-08-06 13:25:09 BdST
বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জাতিসংঘ প্রধানের
বাংলাদেশকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর সোমবার (৫ আগস্ট) এই আহ্বান জানান তিনি।
এসময় দেশে একটি ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের’ প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন গুতেরেস। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে।
মুখপাত্র ফারহান হক বলেছেন, গুতেরেস ‘বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। এসময় তাদের মানবাধিকারকে পূর্ণ সম্মান করার আহ্বান জানান তিনি।’
মুখপাত্র আরও জানান, জাতিসংঘ প্রধান আন্দোলন চলাকালে সংগঠিত ‘সব ধরনের সহিংসতার জন্য একটি পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.