September 20, 2024, 8:34 pm


অনলাইন ডেস্ক:

Published:
2024-09-01 16:34:49 BdST

ডিবিপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক


ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) রেজাউল করিম মল্লিক। আজ রোববার তাঁকে নিয়োগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এর আগে ডিএমপির ডিবিপ্রধান ছিলেন ডিআইজি আশরাফুজ্জামান। তাঁকে গত ৩১ জুলাই দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
আশরাফুজ্জামান ডিআইজি হারুন অর রশীদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তবে কোটা সংস্কার আন্দোলনে হারুন অর রশীদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাঁকে ডিবি থেকে সরিয়ে ডিএমপি হেডকোয়ার্টারে ক্রাইমের অতিরিক্ত কমিশনার করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা