অনলাইন ডেস্ক:
Published:2024-10-10 15:17:42 BdST
শ্রমিকদের অবরোধ বাড্ডা-রামপুরা সড়কে
রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে কয়েকশ শ্রমিক মিলে সড়ক অবরোধ করেন।
জানা গেছে, স্থানীয় ইউরো গার্মেন্টসের শ্রমিকরা সড়কে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন।
শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। এ সময় তাদের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। সড়ক অবরোধ করে শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে স্লোগান দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার সময় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক বন্ধ ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
ভাটারা থানার এএসআই ফয়সাল গণমাধ্যমকে জানান, গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়েছেন।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, আমরা শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.