অনলাইন ডেস্ক
Published:2024-11-06 14:12:49 BdST
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনদুর্দান্ত বিজয়, ঘোষণা ট্রাম্পের
ফ্লোরিডায় আজ বুধবার (৬ নভেম্বর) উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বিজয়ের ঘোষণা দিয়ে প্রচারণার স্লোগান ব্যবহার করে বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি মহৎ বিজয়, যা আমেরিকাকে আবার মহান করার সুযোগ করে দেবে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে রিপাবলিকানদের জন্য ‘দুর্দান্ত বিজয়’ হিসেবে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই জয় আমেরিকার জন্য ‘স্বর্ণযুগ’ নিয়ে আসবে।
ফ্লোরিডায় আজ বুধবার (৬ নভেম্বর) উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে তিনি বিজয়ের ঘোষণা দিয়ে প্রচারণার স্লোগান ব্যবহার করে বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি মহৎ বিজয়, যা আমেরিকাকে আবার মহান করার সুযোগ করে দেবে।
ট্রাম্প নিজের বিজয় ঘোষণা করলেও এখনো আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট নিশ্চিত হয়নি। তবে যেসব অঙ্গরাজ্যে এখনো ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয়নি সেসব কেন্দ্রেও ট্রাম্পের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।
ট্রাম্প তার ভাষণে স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানান, তাকে ফার্স্ট লেডি বলে উল্লেখ করেন। মেলানিয়ার উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি দুর্দান্ত কাজ করছেন। মানুষদের সাহায্য করতে অনেক পরিশ্রম করেন।
ট্রাম্প তার সন্তানদের নাম উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া মঞ্চে রানিংমেট জে ডি ভ্যান্সকেও ডেকে আনেন ট্রাম্প।
ফ্লোরিডায় তার প্রচার সদর দপ্তরে উচ্ছ্বসিত জনতার সামনে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমি আশা করি, একদিন, আপনারা ফিরে তাকিয়ে এই দিনটিকে আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন।
ডেমোক্রেটিক পার্টি থেকে সিনেট পুনরুদ্ধার করার জন্য তার দলের জয় সম্পর্কে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অতুলনীয় এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.