নিজস্ব প্রতিবেদক
Published:2024-12-03 11:55:01 BdST
রাজধানীতে মাদকের হোম ডেলিভারি চক্রের ৩ নারীসহ ৭ সদস্য গ্রেফতার
রাজধানীতে মাদকের হোম ডেলিভারি চক্রের ৩ নারীসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা দক্ষিণ বিভাগ। এই সময় তাদের কাছ থেকে আইস-ইয়াবা-টাপেন্টাডল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে সর্বশেষ ৪৮ ঘণ্টায় তাদের গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়। এসব অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়।
এছাড়া পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি টিম শ্যামপুর থানাধীন মির হাজিরবাগ পাইপ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোছা. আনোয়ারা আলেয়া বেগমকে (৩২) গ্রেফতার করা হয়।
সম্প্রতি ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটক টেকনাফভিত্তিক ইয়াবা কারবারিদের জিজ্ঞাসাবাদে রাজধানী ঢাকা জুড়ে একটি সক্রিয় মাদক চক্রের সন্ধান পাওয়া যায়।
চক্রটির অধিকাংশ সদস্য নারী এবং এরা বিভিন্ন কৌশলে ইয়াবা ও আইস মাদকসেবীদের বাসায় পৌঁছে দেওয়ার কাজ করেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.