January 15, 2025, 4:53 am


এফ টি রিপোর্ট

Published:
2024-12-03 14:05:44 BdST

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম'র মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজের বিবৃতি


জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম'র মাননীয় চেয়ারম্যান ববি হাজ্জাজ ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনে হিন্দু উগ্রবাদীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি এই ঘটনাকে কূটনৈতিক রীতি-নীতির প্রতি আঘাত এবং ভারতীয় কিছু গণমাধ্যমের অব্যাহত অপপ্রচারের ফল বলে অভিহিত করেন, যা উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও উষ্কে দিচ্ছে।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ একইসাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিধানসভায় বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠানোর প্রস্তাবকে কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতির মাটি শক্ত। বাংলাদেশে ধর্মের কারণে কেউ নির্যাতিত হয় না, হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্ণের মানুষ একসাথে দাঁড়িয়ে আছে এবং ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদকে রুখে দিতে বদ্ধপরিকর।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের তাঁবেদার রাজ্যে পরিণত করার মিশনে আমাদের জনগণের ওপর নির্মম গণহত্যা চালিয়েছিল অথচ বিজেপি সরকার সেব্যাপারে কোন অবস্থান না নিয়ে বরং হাসিনাকে নতুন বউয়ের মর্যাদায় দিল্লিতে আশ্রয় দিয়েছে”

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ভারতীয় বিবেকবান নাগরিক, সুশীল সমাজ এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আলেমদের প্রতি আহ্বান জানান, যেন তারা ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হন এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টা করেন।

ভারতের এই আগ্রাসন ও সাম্রাজ্যবাদী মনোভাব রুখে দেবে বাংলাদেশের জনগণ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.