April 25, 2025, 2:37 pm


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2025-04-18 22:18:20 BdST

চীনের শুল্ক নিয়ে নমনীয় ট্রাম্প, আলোচনায় সমাধান?


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন এবং বেইজিং আলোচনা করছে। শীঘ্রই শুল্ক সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী।

তবে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলাপ হয়েছে কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। কারণ, ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করার হুমকি দিচ্ছে।

ট্রাম্প বলেন, আমরা আত্মবিশ্বাসী যে আমরা চীনের সাথে কিছু একটা সমাধান করব। ওভাল অফিসে বিকেলে নির্বাহী আদেশ স্বাক্ষরের সময় তিনি বলেন।

বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটনের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন বলে ট্রাম্প দাবি করেছেন।

তিনি আরও বলেছেন, উভয় পক্ষের মধ্যে খুব ভালো বাণিজ্য আলোচনা হয়েছে। তবে আরও কিছু বিষয় বাকি আছে। যদিও তিনি কোনও অগ্রগতির প্রমাণ দেননি।

চুক্তিটি কোন সময় হতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি আগামী তিন থেকে চার সপ্তাহ ধরে ভাবব। আমাদের একটি বিশাল সুন্দর বাজার আছে এবং সবাই সেই বাজারের অংশ হতে চায়।

ট্রাম্প চীনা আমদানির উপর ১৪৫ শতাংশ পর্যন্ত আরোপিত বর্তমান শুল্ক আরও বাড়াবেন কিনা সে বিষয়েও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এসময় ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‌‘ইটের বদলে পাটকেল নীতি’র শুল্ক বৃদ্ধির সম্ভাব্য অবসানের ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেছেন, আমি চাই না যে তারা আরও উপরে উঠুক কারণ একটি নির্দিষ্ট সময়ে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে লোকেরা কিনবে না।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.