May 21, 2025, 1:50 am


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2025-05-20 20:04:58 BdST

শারাকে হত্যার ছক করেছিল যুক্তরাষ্ট্র! চাঞ্চল্যকর তথ্য ফাঁস


সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন যুক্তরাষ্ট্রের এক আইনপ্রণেতা। ডেমোক্রেটিক এই রাজনীতিবিদ দাবি করেছেন, সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে।

তার মতে, ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগ মুহূর্তে সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করেছিল ট্রাম্প প্রশাসন। তবে শেষ পর্যন্ত জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর হস্তক্ষেপে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা থেকে সরে আসে।

পঁচিশ বছর পর, সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এক টেবিলে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক আলোচনা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে যখন সারা-ট্রাম্প বৈঠক হচ্ছিল, তখনই প্রকাশিত হয় এই চাঞ্চল্যকর তথ্য।

বৈঠকে ট্রাম্প সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও, তার প্রশাসন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার পরামর্শ দেয় বলে অভিযোগ করেন ডেমোক্রেটিক সেনেটর জিন শাহীনের।

তিনি জানান, এই তথ্য তিনি জর্ডানের রাজা আব্দুল্লাহর কাছ থেকে জানতে পেরেছেন, যিনি তড়িঘড়ি করে ট্রাম্পকে সতর্ক করে দেন সিরিয়ার নেতাকে হত্যার পরিকল্পনা থেকে সরে আসার জন্য।

জর্ডানের রাজা আব্দুল্লাহ মনে করেছিলেন, সিরিয়ার নেতৃত্বে আকস্মিক কোনো পরিবর্তন গৃহযুদ্ধে রূপ নিতে পারে এবং এজন্য তিনি ট্রাম্পকে এই পথ অবলম্বন না করার পরামর্শ দেন।

সৌদি আরবে ট্রাম্প এবং শারা বৈঠকের আগের রাতে, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট এবং জানান, যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের "মোস্ট ওয়ান্টেড" তালিকায় ছিলেন এবং তার মাথার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল এফবিআই।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.