August 14, 2025, 5:01 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-08-13 09:16:09 BdST

এখন হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠানো যাবে টাকা


মেসেজ পাঠানোর পাশাপাশি এবার টাকা পাঠানোও যাবে হোয়াটসঅ্যাপ থেকে! জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যুক্ত হয়েছে নতুন সুবিধা—হোয়াটসঅ্যাপ পে।

এই ফিচারটি আপনাকে অন্য কোনো অ্যাপ ছাড়াই সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই টাকা পাঠানো ও নেওয়ার সুবিধা দেবে। সহজ ভাষায় বললে, আপনার যে কোনো চেনা মানুষকে মেসেজ করার মতো করেই টাকা পাঠাতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ পে?

১) অ্যাকাউন্ট সেটআপ করুন:

** প্রথমে হোয়াটসঅ্যাপে ঢুকে ‘Payments’ অপশনে যান

** আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই (UPI) সিস্টেমের মাধ্যমে লিংক করুন

** ইউপিআই আইডি ও পিন সেট করুন

২) টাকা পাঠানো:

** যার কাছে টাকা পাঠাতে চান, তার সঙ্গে চ্যাট খুলুন

** Payment অপশনটি চাপুন

** টাকার পরিমাণ লিখে ইউপিআই পিন দিয়ে কনফার্ম করুন

৩) টাকা গ্রহণ করা:

** যিনি টাকা পাবেন, তাকেও হোয়াটসঅ্যাপ পে অ্যাকাউন্ট সেটআপ করে রাখতে হবে

** টাকা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে

নিরাপত্তা কেমন?

হোয়াটসঅ্যাপ পে ব্যবহার করতে হবে ইউপিআই পিন দিয়ে, যা শুধু আপনি জানবেন। এছাড়া পুরো লেনদেনটি এন্ড-টু-এন্ড (End to End) এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকবে যেমনটা আপনার মেসেজে থাকে।

হোয়াটসঅ্যাপের এই সহজ ফিচারটি আপনার দৈনন্দিন লেনদেনকে অনেক মসৃণ করে তুলতে পারে তাও আবার আপনার সবচেয়ে ব্যবহৃত চ্যাট অ্যাপ থেকেই!

এই সুবিধাটি প্রথম চালু হয়েছিল পরীক্ষামূলকভাবে। আর এই সময়ের মধ্যেই এটি ভারতে ১০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করেছেন।

সম্প্রতি ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) হোয়াটসঅ্যাপ পে-র ওপর থাকা সীমাবদ্ধতাগুলো তুলে নিয়েছে। ফলে এখন এটি আরও বেশি মানুষের জন্য উন্মুক্ত হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.