October 15, 2025, 2:24 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-14 21:42:51 BdST

ঝিলমিল আবাসিক এলাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ নির্মাণের অগ্রগতি পরিদর্শন নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে রাজউক: চেয়ারম্যান


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন আধুনিক পরিকল্পনা এবং নাগরিক সুবিধার সমন্বয়ে গঠিত আদর্শ আবাসিক এলাকা 'ঝিলমিল' আবাসিক প্রকল্পের নির্মাণাধীন একটি স্কুল, কলেজ ভবন, মসজিদ ও কবরস্থানের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ঝিলমিল প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সার্বিক তদারকি করেন তিনি। এ সময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্মাণ কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এনামুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। তারা ভবনটি ঘুরে দেখার পর শিক্ষাগত মান যাচাইয়ের জন্য মূল্যবান পরামর্শ দেন।

ঝিলমিল আবাসিক প্রকল্পের ২ নং সেক্টরে ০.৯৪ একর জমির ওপর নির্মাণাধীন ছয়তলা স্কুল ও কলেজ ভবনটি রাজউক ঝিলমিল মডেল কলেজ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পিত।

প্রকল্পের ০.৭৪ একর জমিতে নির্মাণাধীন চারতলা মসজিদটি ভবিষ্যতে ঝিলমিল আবাসিক এলাকার বাসিন্দাদের জন্য একটি দৃষ্টিনন্দন এবং আধুনিক উপাসনালয় হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া এলাকার কবরস্থানের কাজও দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যান পরিদর্শনকালে বলেন,
"ঝিলমিল প্রকল্পের মতো সুপরিকল্পিত আবাসিক এলাকায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক ধর্মীয় উপাসনালয় এবং নিরাপদ কবরস্থান নির্মাণের মাধ্যমে আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। এই প্রকল্প শুধু আবাসনের জন্য নয়, বরং শিক্ষার মান বৃদ্ধি, ধর্মীয় সহানুভূতি এবং সমন্বিত নাগরিক জীবন নিশ্চিত করার এক উজ্জ্বল উদাহরণ হবে।"

তিনি আরও বলেন, "আমরা চাই ঝিলমিলকে দ্রুত বাসযোগ্য এলাকায় রূপান্তরিত করা হোক। শিক্ষার মান, নিরাপত্তা ব্যবস্থা, সড়ক ও অন্যান্য নাগরিক সুবিধা—সবই পরিকল্পনার অংশ। রাজউক ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টার ফলে এই এলাকার বাসিন্দারা উন্নত জীবনযাত্রার সুযোগ পাবে।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, প্রধান প্রকৌশলী জনাব মোঃ নুরুল ইসলাম ও জনাব মোঃ মোবারক হোসেন, প্রকল্প পরিচালক জনাব মোঃ আমিনুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উত্তরা মডেল কলেজের প্রতিনিধিদল।

পরিদর্শনের সময় রাজউক চেয়ারম্যান নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করার পাশাপাশি প্রকল্পে প্রয়োজনীয় সমন্বয় এবং দ্রুত সমাপ্তির জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি জানান, ঝিলমিল আবাসিক এলাকা শুধুমাত্র একটি বাসস্থান নয়, এটি হবে শিক্ষার মান, ধর্মীয় চেতনা এবং নাগরিক সুযোগ-সুবিধার মিলিত এক আদর্শ।

এছাড়া তিনি জানান, রাজউক চলমান প্রকল্পগুলোর মাধ্যমে নিরাপত্তা, সড়ক, জল, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে। ঝিলমিল আবাসিক এলাকা পরিকল্পিতভাবে তৈরি হওয়ায় এখানে বাসিন্দারা পাবেন শান্তিপূর্ণ পরিবেশ, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মানসম্মত ধর্মীয় সুবিধা।

তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য, ঝিলমিলকে একটি আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা, যেখানে শিক্ষার মান, ধর্মীয় উপাসনালয় ও নাগরিক সুযোগ-সুবিধা একত্রিত হবে।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাম্মদ বশিরুল হক ভূইয়া, প্রধান প্রকৌশলী জনাব মোঃ নুরুল ইসলাম ও জনাব মোঃ মোবারক হোসেন, প্রকল্প পরিচালক জনাব মোঃ আমিনুর রহমান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উত্তরা মডেল কলেজের প্রতিনিধিদল।

পরিদর্শনের শেষে রাজউক কর্মকর্তারা জানান, স্কুল ও কলেজ, মসজিদ এবং কবরস্থানের নির্মাণ কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রকল্পের এই অগ্রগতি নিশ্চিত করবে যে, ঝিলমিল আবাসিক এলাকা কেবল বাসযোগ্য নয়, বরং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা, শিক্ষাগত মান এবং ধর্মীয় চেতনা সমৃদ্ধ হয়ে উঠবে।

রাজউক চেয়ারম্যানের এই পরিদর্শন একটি স্পষ্ট বার্তা দেয় যে, ঝিলমিল প্রকল্পে সকল দিকনির্দেশনা মেনে দ্রুত এবং মানসম্মত নির্মাণ কার্যক্রম চলবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.