January 9, 2026, 10:53 am


S M Fatin Shadab

Published:
2026-01-08 12:19:53 BdST

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত


শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এতে সোহান নামে এক যুবক নিহত ও আরো দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে।সোহানের মরদেহ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে পাওয়া গেছে। মরদেহে স্প্রিন্টারের আঘাত রয়েছে।
তিনি আরো জানান, বিস্ফোরণের ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।


ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.