January 11, 2026, 1:45 pm


S M Fatin Shadab

Published:
2026-01-10 22:50:00 BdST

শীতার্ত মানুষের পাশে গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র


শীতার্ত মানুষের পাশে গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখা
কুষ্টিয়া, ১০ জানুয়ারি:
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সহমর্মিতার ধারাবাহিকতায় গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখার উদ্যোগে সিডিএল অফিস সংলগ্ন এলাকায় শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
কনকনে শীত উপেক্ষা করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে একটু উষ্ণতার হাসি ফোটাতে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনটির সম্মানিত সভাপতি অধ্যাপক সাজিদুল ইসলাম ও সম্মানিতা সাধারণ সম্পাদক শাহিদা পারভীন রেখা।
এ সময় আরো উপস্থিত ছিলেন— সহ-সভাপতি হাসিনা রহমান, অর্থ সম্পাদক রোখসানা ইয়াসমিন নাহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক আকতারী সুলতানা, নির্বাহী সদস্য হোসনে আরা জামান ও আবদুল্লাহ সাঈদ। এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শামীম রানা, ফারজানা ববি রুমা, উন্নতি বিশ্বাস, গোপা সরকার, শিরীন বানু, আসলাম আলী, বিকাশ বিশ্বাস, মাসুদ রানা ও মাঈন উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“শীত শুধু একটি ঋতু নয়, শীত অনেক মানুষের জীবনে এক নির্মম বাস্তবতা। একটি কম্বল বা শীতবস্ত্র কারও কাছে সামান্য মনে হলেও অসহায় মানুষের কাছে সেটিই বেঁচে থাকার অবলম্বন।”
তাঁরা আরও বলেন, সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি সংগঠনের সামাজিক ভূমিকা পূর্ণতা পায়।
উল্লেখ্য, গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, কুষ্টিয়া শাখা প্রতিবছর নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.