S M Fatin Shadab
Published:2026-01-18 16:19:01 BdST
মগবাজার থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শম্পা আক্তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের ২৫৬/১ নং আশরাফুল ভিলার ৭ তালার ষষ্ঠ তলায় ভাড়া থাকতেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজওয়ানুল ইসলাম জানিয়েছেন, ৯৯৯ নাইনে খবর পেয়ে সকালের দিকে বড় মগবাজার একটি বাসার ৭ তলা ভবনের ছয়তলায় একটি রুমে ঝুলন্ত অবস্থায় ওই নারীর অচেতন দেহ উদ্ধার করি। পরে পরিবারের সহায়তায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা হত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
