শাহীন আবদুল বারী
Published:2026-01-20 23:54:56 BdST
টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক সবুজ দলের ছায়াতলেই থাকবেন
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং ভেদাভেদ ভুলে অবশেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে ২নং ওয়ার্ড, এনায়েতপুরে ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
এজাজুল হক সবুজ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা ধানের শীষ। আমার পরিচয় আমি শহর বিএনপির সাধারণ সম্পাদক। আমি কি দলের বাইরে যেতে পারি? আমি আপনাদের ছেড়ে দলের বাইরে থাকতে পারি না। আমি আপনাদের কারণে, ধানের শীষের টানে আমি ধানের শীষের ছায়াতলে এসেছি। আপনাদের সবার কাছে অনুরোধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সকলেই ধানের শীষ মার্কায় শতভাগ ভোট দেবেন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেন (আলাল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ বিএনপি, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুর আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
