October 12, 2024, 8:40 am


শাহীন আবদুল বারী

Published:
2024-08-21 22:14:32 BdST

বেসামরিক পোষাকে সেনাবাহিনী পরিচয় দানকারী সম্পর্কে জনগণকে সতর্ক থাকার অনুরোধ-আইএসপিআর


ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোষাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশী চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।

আজ ২১ আগষ্ট (বুধবার) আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর ( আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্তকবার্তা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোষাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরণের কোন অভিযান পরিচালনা করে না। এপ্রেক্ষিতে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো। উল্লেখ্য, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from National