নিজস্ব প্রতিবেদক
Published:2025-07-28 17:09:53 BdST
FACD-CAB এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতমো. জুলফিকার আলী জুয়েল প্রেসিডেন্ট, মো. বশির আহম্মেদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মো. মেহেদী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত
ছবি: সংগৃহীত
ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (FACD-CAB ) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি রাজধানীর একটি তারকা মানের হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সরাসরি অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে মো. জুলফিকার আলী জুয়েল-প্রেসিডেন্ট, মো. বশির আহম্মেদ -সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মো. মেহেদী হাসান- সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০২৫-২০২৭ মেয়াদে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ মো. রবিউল হাসান- ভাইস প্রেসিডেন্ট-১, মো. রেজাউল করিম -ভাইস প্রেসিডেন্ট-২, জিএম ফারুক স্বপন-ভাইস প্রেসিডেন্ট-৩, মো. মাসুদ পারভেজ সম্রাট- জয়েন্ট সেক্রেটারী-১, মো. মাজহারুল ইসলাম অপু- জয়েন্ট সেক্রেটারী-২, মো. মোস্তফা জামান- জয়েন্ট সেক্রেটারী-৩, সৈয়দ আহম্মেদ চন্দন- জয়েন্ট সেক্রেটারী-৪, মো. সোলায়মান- সাংগঠনিক সম্পাদক-১, মো. মাহফুজুর রহমান -সাংগঠনিক সম্পাদক-২, রাজিব কুমার ভদ্র রূপক- অর্থ সম্পাদক, মো. মোস্তাফিজুর রহমান- আন্তর্জাতিক রিলেশন সম্পাদক, মো. মাহমুদুল হাসান- সংস্কৃতি ও ইভেন্ট সম্পাদক, মো. মেহেদী হাসান- অফিস সম্পাদক, মো. সানাউল্লাহ- পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন সম্পাদক, ব্যারিস্টার এরশাদ আহম্মেদ নিশান- লিগ্যাল এন্ড ওয়েলফেয়ার সম্পাদক, প্রকৌশলী শেখ সাইফুদ্দিন আহম্মেদ- গবেষণা ও উন্নয়ন সম্পাদক, সামিয়াল হাসান খান- আইসিটি সম্পাদক।
এছাড়া নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মো. সালেহ চৌধুরী, মো. রাসেল মিয়া, মো. সোলায়মান, মো. মাসুদ রানা ও আনিসুজ্জামান কিরণ।
উল্লেখ্য যে, বিদেশে উচ্চ শিক্ষা, ভর্তি ও ভিসা সাপোর্ট এর কাজ করে থাকে স্টুডেন্ট কনসালট্যান্টস এসোসিয়েশন।
দেশে বৈধপথে বিদেশে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এ প্রতিষ্ঠানগুলো অনন্য অবদান রেখে চলছে। বাংলাদেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআই এর সদস্য অ্যাসোসিয়েশন (FACD-CAB).
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.