September 7, 2025, 5:00 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-09-07 11:24:34 BdST

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর


ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসা 'সোনার বাংলায়' হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এ হামলা চালানো হয়। ঐদিন রাতে ১০/১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুইটি গাড়ি ভাঙচুর করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে। 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.