October 25, 2025, 1:46 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-25 11:13:57 BdST

মিরপুর-১১ নম্বরের কালশী রোড আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি


ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী রোড এলাকায় একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনায় কোনো হতাহত হয়নি। ভবনের ছয়তলায় পুরোনো কাগজপত্র, পরিত্যক্ত ফার্নিচার ও অপ্রয়োজনীয় মালামাল রাখা ছিল। ভবনটি আংশিক ফাঁকা ছিল। আগুনের সূত্র এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, “আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে পরে কুর্মিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।”

মো. ছালেহ উদ্দিন আরও বলেন, “এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে।”

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.