October 27, 2025, 3:56 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-27 13:05:12 BdST

বৃষ্টি হতে পারে বাংলাদেশেসাগরে ঘূর্ণিঝড় মোনথা


ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মোনথায় পরিণত হয়েছে। তবে এর তেমন প্রভাব পড়বে না বাংলাদেশে। রোববার (২৬ অক্টোবর) রাত ৩টায় নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয় বলে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

থাইল্যান্ডের দেওয়া এ নামটির অর্থ সুন্দর বা সুবাসিত ফুল।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। মোনথা সরাসরি বাংলাদেশ আঘাত না হানলেও কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকবে। বাংলাদেশে এর প্রভাব পড়বে না। স্থলভাগ অতিক্রম করার পর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ছিল ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.