December 24, 2025, 4:31 pm


S M Fatin Shadab

Published:
2025-12-24 14:01:01 BdST

কর্মসংস্থান বাড়াতে ১৫০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ


কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়াতে বাংলাদেশকে আরো প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এর সুবিধাভোগী হবেন স্বল্প আয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তা। বিশেষ গুরুত্ব পাবেন নারী ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীরা।

বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পে এই অতিরিক্ত অর্থ (১৫০.৭৫ মিলিয়ন) দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে। এর আগে প্রকল্পটির আওতায় সুবিধা পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার জন.

প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ঋণের সুবিধা পাবেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে আছে মানসম্মত শিশু যত্নসেবায় প্রবেশাধিকার এবং জলবায়ু সহনশীল জীবিকাভিত্তিক কার্যক্রম।

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক গেইল মার্টিন বলেন, একটি ভালো চাকরি জীবন, পরিবার ও সমাজকে বদলে দিতে পারে। কিন্তু বহু বাংলাদেশি তরুণ কাজ খুঁজে পান না। একইসঙ্গে বাংলাদেশে চাকরির মান, দক্ষতার ঘাটতি ও অসামঞ্জস্যতার চ্যালেঞ্জ আছে।

গেইল মার্টিন আরো বলেন, এই অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে স্বল্প আয়ের পরিবার থেকে আসা আরো বেশি তরুণ, বিশেষ করে নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষ শ্রম বাজারের চাহিদাসম্পন্ন দক্ষতা, প্রশিক্ষণ পাবেন। এটি তাদের জন্য উন্নত কর্মসংস্থান ও জীবিকাভিত্তিক সুযোগ তৈরি করবে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.