October 25, 2025, 8:08 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-25 17:30:15 BdST

দাবি পূরণ হলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি


ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আদেশ জারি-সহ কয়েকটি দাবি পূরণ হলেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষর করবে। ইতোমধ্যে সরকার বাস্তবায়নের উদ্দেশ্যে একটি আদেশ প্রস্তুত করছে।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় ঐক্যমত কমিশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ কথা বলেন।

এর আগে সকাল ১০টা থেকে তারা ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আখতার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একমত হওয়া সত্ত্বেও তা কীভাবে অর্জিত হবে, কখন থেকে কার্যকর হবে-তা ঐক্যমত কমিশনের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। আইনি ভিত্তি পরিষ্কার না করেই সরকার স্বাক্ষর অনুষ্ঠান করেছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.