January 26, 2026, 7:04 pm


S M Fatin Shadab

Published:
2026-01-26 15:20:02 BdST

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫


রাজবাড়ীতে আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল হক। তিনি রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন মামলার আসামি রাজবাড়ী জেলা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন।

গতকাল রোববার দুপুরে পুলিশ কারাগার থেকে শাহিন শেখকে আদালতে হাজির করে।

শুনানি শেষে তাকে আদালত থেকে বের করে কারাভ্যানে তোলার সময় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় পুলিশ দ্রুত শাহিন শেখকে নিয়ে আদালত চত্বর ত্যাগ করে কারাভ্যানে তুলে নেয়। পরে নেতা-কর্মীরা সেখান থেকে সটকে পড়েন।

এ ঘটনার পর রোববার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরলক্ষ্মীপুর নতুন বাজার এলাকার স্থানীয় আবদুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আবদুল হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), অন্য তিনজন কিশোর। পুলিশ জানিয়েছে, তারা প্রত্যেকেই ছাত্রলীগের কর্মী ও সমর্থক।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রোববার সন্ধ্যায় ছাত্রলীগের পাঁচ কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ আগস্ট সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.