January 26, 2026, 7:05 pm


S M Fatin Shadab

Published:
2026-01-26 15:43:58 BdST

সালমান এফ রহমান ও আবেদপুত্র সোহানের ৪ দিনের রিমান্ড


জনতা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর অবৈধ সম্পদ অর্জনের মামলায় পিএসসির প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামেরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ পৃথক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, এফ রহমানের পাঁচদিন ও সোহানুর রহমান সিয়ামের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। দুদকের তরফে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন।
সালমান এফ রহমানের রিমান্ড আবেদনে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকমোডেশন বিল তৈরি করে এই বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন।

এ জালিয়াতির সঙ্গে তার ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত বছরের ৩ নভেম্বর সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

আর সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন।
মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.