S M Fatin Shadab
Published:2026-01-27 16:20:27 BdST
ষড়যন্ত্র অব্যাহত থাকলেও বিএনপিই জয়ী হবে: দুলু
‘নতুন নাটোর, নতুন আশা’ এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক উপমন্ত্রী ও নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার নির্বাচনি এলাকায় নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল থেকে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পথসভায় বক্তব্যে বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এখনো একটি মহলের ষড়যন্ত্র অব্যাহত আছে।
দুলু বলেন, যত ষড়যন্ত্র চক্রান্তই অব্যাহত থাকুক না কেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষের ভোটে বিএনপিই বিজয়ী হবে। এ বিজয় কোনো সাধারণ বিজয় নয়, ভূমিধস বিজয় হবে।
তিনি বলেন, অতীতে ২০০৮ সাল থেকে সব নির্বাচনে জনতার রায়কে আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছিল। জনগণ আগামী দিনে এমন কোনো নির্বাচন আর মেনে নেবে না। যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে জনগণই তার দাঁতভাঙা জবাব দেবে। নির্বাচনে আর কোনো ষড়যন্ত্র চক্রান্ত হতে দেওয়া হবে না।
দুলু আরও বলেন, ২০০১ সাল থেকে তিনি পাঁচ বছর মন্ত্রী ছিলেন। সে সময় তিনি নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে ৫ বছর সব সুযোগ-সুবিধা পাবেন।
খাজুরা ইউনিয়নের করেরগ্রাম, মদনগ্রাম, চাঁদপুর, দুলর্ভপুর, খাজুরা, মহিষডাঙ্গা ও কুচকুরিসহ বিভিন্ন গ্রামের এসব পথসভায় দুলু ছাড়াও বক্তব্য রাখেন তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহমেদ রনি, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য হাফিজ উদ্দিন ও শহীদুল্লাহ সোহেল প্রমুখ।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
