January 28, 2026, 6:34 pm


S M Fatin Shadab

Published:
2026-01-28 16:54:04 BdST

কারোর বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে: নাসীরুদ্দীন পাটওয়ারী


কারোর বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত ঢাকা-৮ এর সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে কমলাপুর রেলস্টেশনে এসে গণসংযোগ ও মতবিনিময় করে তিনি এই মন্তব্য করেন।


এ সময় মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার প্রচারণায় বাধার ঘটনা উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ঢাকা-৮ আসনে প্রতি পরতে পরতে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম। আমরা কারোর বিরুদ্ধে না, সিস্টেমের বিরুদ্ধে। সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে অবকাঠামো পাল্টাতে হবে। কেউ কেউ সিস্টেম পরিবর্তন না করে আগের সিস্টেমের নব্য পাহারাদার সাজতে চায়।

তিনি বলেন, আমরা কাউকে উস্কানি দেইনি। আমি কোনো বিএনপি নেতার পায়ে পারা দেয়নি। আমরা প্রচারণা করতে গিয়েছিলাম, তারা এসে আমাদের বাধা দিয়েছে।


নাসীরুদ্দীন আরও বলেন, আমরা সিমপ্যাথির রাজনীতি করি না। সিমপ্যাথির রাজনীতি করলে রাস্তায় গিয়ে শুয়ে থাকতাম।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.