January 29, 2026, 5:13 pm


S M Fatin Shadab

Published:
2026-01-29 15:03:39 BdST

হাসিনা পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি: মির্জা ফখরুল


গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর বিএনপি উন্নয়নের কাজ শুরু করেছে বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হাসিনার আমলে আমরা কাজ করতে পারিনি, পালানোর পর আমরা উন্নয়নের কাজ শুরু করেছি। আগে ১০০ টাকা আয় হতো এখন ২০০ টাকা আয় করাকে উন্নয়ন বলে। কর্মসংস্থান হলে মানুষের উন্নয়ন হবে। যদি কৃষির উন্নতি হয় তাহলে আমাদের উন্নতি হবে।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।


বিএনপি মহাসচিব বলেন, ‘আগামী ভোটে সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা ভুল করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াকে দেশে আসতে দেননি ১৮ বছর। যেদিন প্রথম আসলেন সেদিন লোকে লোকারণ্য হয়ে গেল।’

বিএনপির প্ল্যান সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘প্রথম দিন স্টেজে উঠে তারেক রহমান বললেন আমার একটা পরিকল্পনা আছে। তার পরিকল্পনা হলো উন্নয়নের পরিকল্পনা। আমাদের মায়েদের উন্নতি করতে চায়। সেটা হলো ফ্যামিলি কার্ড, এই কার্ডের মাধ্যমে ন্যাযমূল্যে শিক্ষা, স্বাস্থ্য সুবিধা পাবেন। কৃষি কার্ডের মাধ্যমে সার-বিষ পাওয়া যাবে। তিনি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।’

জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে পাকবাহিনী অনেক অত্যাচার করেছে। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। পাক সেনাদের কারা সহযোগিতা করেছিল এটাও আমরা জানি। আগে ৭১ সালের জন্য মাফ চান তারপর ভোট চান।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.