January 31, 2026, 6:22 pm


S M Fatin Shadab

Published:
2026-01-31 16:32:34 BdST

কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে: নাহিদ


কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এসময় নাহিদ বলেন, ‘জামাতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ৫ আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া থেকে ১১ দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া ও জুলাই সনদ গণভোটের দিকে এগিয়েছে। সেইসঙ্গে ১১ দলীয় জোট একত্রেতে নির্বাচন করতে পারছে।’

আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তিনি সংসদে গিয়ে শুধু চৌদ্দগ্রামের জন্য নয়, সারা দেশের মানুষের পক্ষে কথা বলবেন, সংস্কারের পক্ষে কথা বলবেন।’


এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয় উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণ-অভ্যত্থানে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি। অনেকে মনে করছে এটা কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন। তারা ভুল ভাবছে। তারা গণ-অভ্যুত্থানকে অস্বীকারের চেষ্টা করছে।’

গত ১৬ বছরের মতো এবারের নির্বাচন ঘিরেও পার্শ্ববর্তী দেশের নানান তৎপরতা চোখে পড়ছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘তাদের একজন কূটনৈতিক বলেছেন-১১ দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না। অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের সরকারে কে ক্ষমতায় আসবে, সরকার কে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘যদি কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে গণ-অভ্যুত্থানে খুনিদের বিচার, শরিফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করবো।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.