S M Fatin Shadab
Published:2026-01-26 15:13:08 BdST
আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের এত আগ্রহ কেন—প্রশ্ন বিসিবি সভাপতির
রিটার্ন টিকিট না কেটেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাতভর ছিল এমন গুঞ্জন। তবে সোমবার (২৬ জানুয়ারি) সকালেই বিসিবিতে দেখা মিলেছে তার।
এর আগে দেশ ত্যাগের তথ্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে, তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।
দেশ ত্যাগের এই মিথ্যা খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত হয়েছেন বিসিবি প্রধান। এক গণমাধ্যমকে বুলবুল বলেন, 'আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?'
পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?'
অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাস করছেন বুলবুলের পরিবার। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কয়েক দফায় মেলবোর্নে গিয়েছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
