নিজস্ব প্রতিবেদক
Published:2025-12-17 20:27:53 BdST
সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম পর্ষদ সভা
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ব্যাংকটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে এই পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. হাফিজ আহমেদ চৌধুরী, মো. সাইফুল্লাহ পান্না, মো. কামাল উদ্দিন, মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, মোহাম্মদ রাশেদুল আমিন, শেখ ফরিদ উপস্থিত ছিলেন।
পর্ষদের আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিআরডির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টের পরিচালক ও কর্মকর্তাসহ রেজল্যুশনের আওতাধীন ৫টি ব্যাংকের প্রশাসকরা উপস্থিত ছিলেন ।
সভায় উপস্থিত পরিচালক রেজল্যুশনের আওতায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হয় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং উপস্থিত সবাইকে আমানতকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রেজল্যুশন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।
এসময় পর্ষদ গভর্নরের সাথে একমত পোষণ করে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানান।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
