শাহীন আবদুল বারী
Published:2026-01-16 19:54:42 BdST
টুকু এমপি হলে চরের উন্নয়ন হবে
বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ হতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় "দোয়া মাহফিল" ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিআইডব্লিউটিএ'র জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে টাঙ্গাইলের হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।
দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের কান্ডারী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন হুগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম (দুলাল) এবং হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূর-আলম (তুহিন)।
আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী। দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ'র শ্রমিকদলের সভাপতি মাজহারুল ইসলাম (মাজহার)।
দোয়া মাহফিলে সুলতান সালাউদ্দিন টুকু মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ হয়ে থাকবে। তিনি দেশের মানুষের কল্যাণে পতিত সরকারের সাথে আপোষ করেননি। তাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য হাসিনা চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে চেয়েছিল। কিন্তু দেশনেত্রী সব সময় বলেছেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই। এই দেশের মানুষই আমার সব কিছু।
টুকু বলেন, বেগম খালেদা জিয়া আমাকে সন্তানের মতো আদর করতেন। তিনি মৃত্যুর আগে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে বলেছেন "টুকু" টাঙ্গাইল-৫ আসন থেকে তোমাকে পাশ করতে হবে ইনশাআল্লাহ।
সভায় বক্তারা বলেন, সুলতান সালাউদ্দিন টুকু আমাদের গর্ব ও আশীর্বাদ। তিনি এমপি হলে চরের উন্নয়ন হবে। ধানের শীষের বাইরে কেউ দলের নাম বিক্রি করলে, সেই ব্যক্তি দলের হতে পারে না। আমরা টুকুকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাআল্লাহ
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিআইডব্লিউটিএ'র বিপুল সংখ্যক কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
