July 18, 2025, 4:49 am


অনলাইন ডেস্ক

Published:
2025-07-17 20:02:38 BdST

নোভো কার্গো সার্ভিসেস লিমিটেড- জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO), ঢাকা,জেট্রোর নতুন কান্ট্রি প্রতিনিধিকে নোভো কার্গো’র অভ্যার্থনা


জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO)

স্টাফ রিপোর্টার:

নোভো কার্গো সার্ভিসেস লিমিটেড- জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (JETRO), ঢাকা, বাংলাদেশের নতুন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব কাজুয়াকি কাটাওকা-কে স্বাগত জানিয়ে ১৫ জুলাই তারিখে একটি বিশেষ অভ্যার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি তিনি তার আগের দায়িত্বরত জনাব ইউজি আন্দো-এর স্থলাভিষিক্ত হয়েছেন। অতিথীদের ক্রেস্ট প্রদান ও পুস্প অর্পনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের এক বিশ্বস্ত বন্ধু দেশ হিসেবে জাপান দীর্ঘদিন ধরে বিনিয়োগ ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জেট্রো হলো বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সেতুবন্ধন করা সংগঠন। বাংলাদেশে বিনিয়োগ প্রচারে নোভো কার্গো সার্ভিসেস জেট্রোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

বিশেষ এই নৈষভোজ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন জাপান এক্সটের্নাল ট্রেড অর্গানাইজেশনের বাংলাদেশের প্রতিনিধি মি. কাযুকী কাটাওয়াকা। তিনি বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ক বিশেষ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে জনাব তাকাহাশি নাওকি এবং জনাব কাজুয়াকি কাটাওকা বাংলাদেশের ব্যবসায়ীদের ও সরকারের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বেশি জাপানি বিনিয়োগ আনার আশাবাদ ব্যক্ত করেন।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন- পার্ক ইয়ং-সিক (দূত, কোরিয়ান দূতাবাস), জনাব তাকাহাশি নাওকি (মন্ত্রী, জাপান দূতাবাস), জনাব এস. এম. রহমান, ব্যবস্থাপনা পরিচালক, নোভো কার্গো সার্ভিসেস লিমিটেড, জনাব মনাবু সুগাওয়ারা -কান্ট্রি হেড, মারুবেনি কর্পোরেশন, জনাব কোজি সাগাওয়া -ভাইস প্রেসিডেন্ট, মারুহিশা গ্রুপ, জনাব মোঃ আরিফুল হক -মহাপরিচালক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA), জনাব গোলাম মোস্তফা -ব্যবস্থাপনা পরিচালক, কল্লোল গ্রুপ, এছাড়াও উচ্চ পর্যায়ের বিশিষ্ঠ অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগত অতিথীদের নৈষভোজের মাধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.