বিশেষ প্রতিনিধি
Published:2025-08-07 17:42:55 BdST
বেরোবির সাবেক উপাচার্যআলোচিত কলিমুল্লাহ গ্রেফতার
ছবি: সংগৃহীত
শিক্ষক নামের কলঙ্ক সেই কলিমুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। যে দেশে নাজমুল আহসান কলিমুল্লাহর মতো আপাদমস্তক একটা পুরুষবেশ্যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার সুযোগ থাকে, সেই দেশে শিক্ষক হওয়ার পদ্ধতিগুলোতে আমূল পরিবর্তন জরুরি। কলিমুল্লাহ বিগত আওয়ামী লীগের সরকারের আমলে বাংলাদেশ থেকে ভারতে যৌনকর্মী পাঠানোর ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। ঢাকার তেজগাঁও এলাকায় একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিক পত্রিকার কার্যালয়কে তিনি, তাঁরা এ কাজে ব্যবহার করতেন। ভারতের বাঙালি নাগরিক, নাম সম্ভবত অভীক সেন, বা অভীক সরকার ওই বাণিজ্য ঢাকায় বসে পরিচালনা করতেন। কলিমুল্লাহ ও অভীক- দুজনেই ওই ইংরেজি পত্রিকার শীর্ষ পদে ছিলেন। অভীক দীর্ঘদিন ঢাকায় ছিলেন ভিসা ও বৈধ কাগজপত্র ছাড়া। বিষয়টি নিয়ে আমিসহ কয়েক সাংবাদিক আওয়ামী লীগের সরকারের শীর্ষপর্যায়ে অভিযোগ করেছিলাম। অভীককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা ছাড়তে বাধ্য করে। কলিমুল্লাহকে তখন বাঁচিয়ে দেন ডিজিএফআইয়ের কয়েক কর্মকর্তা। শুধু তাই নয়, এরপরই তাঁকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসান ওই গোয়েন্দা কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক কথিত উপাচার্য কলিমুল্লাহকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের সরকারের ভালো কাজগুলোর তালিকায় আরেকটা যোগ হলো ভণ্ড, শিক্ষক নামের বদমাশ কলিমুল্লাহকে গ্রেফতারের মধ্য দিয়ে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.