নিজস্ব প্রতিবেদক
Published:2025-09-30 12:36:54 BdST
রেলওয়ে চট্টগ্রামচট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই দরপত্র ছিনতাই
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই, দরপত্র জমা দিতে গিয়ে, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৩০ সেপ্টেম্বর সকাল ১১ টা ১৫ মিনিটে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন—১ এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দরপত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে, রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন—১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম বলেন, দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এনিয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নিচ্ছি।
রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম বলেন, দরপত্র ছিনতাই ঘটনার খবর পেয়েছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবো, এটা বলে দেওয়া হয়েছে।
রেলসূত্র বলছে, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেট দরপত্র আহবান করা হয়। সোমবার দরপত্র কেনার শেষ দিন পর্যন্ত ৯টি সিডিউল বিক্রি হয়। দরপত্র জমা না দিতে, নূর টের্ড্রাসকে, এরমধ্যে রেলের চাকুরিচ্যুত কর্মচারী মাহাবুব দরপত্র জমা না দিতে হুমকির অভিযোগ উঠে।
নূর টের্ড্রাস সকাল ১১ টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন—১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম কার্যালয়ে গিয়ে, টেন্ডারবক্সে সিডিউল জমা ঢুকাকেই, এক্সইএন পিএনডি আব্দুর রহিমের চোখের সামনেই, দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নূর ট্রেডার্স এক্সইএন পিএনডি আব্দুর রহিমের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি এ বিষয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভুক্তভোগী প্রতিষ্ঠানকে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.