December 23, 2025, 4:56 pm


S M Fatin Shadab

Published:
2025-12-23 14:28:40 BdST

আইন সবার জন্য সমান, অপরাধীকে ছাড় দেওয়া হবে না: সিইসি


আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি-এসপিদের সঙ্গে মতবিনিময়ের সময় সিইসি এ মন্তব্য করেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। দায়িত্বে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারব না। তাই কোনো রকম ভুল বা অবহেলার সুযোগ নেই। এবার আইনের শাসন কাকে বলে তা দেখিয়ে দিতে চাই।

সিইসি বলেন, আপনারা মাঠে দায়িত্ব পালন করেন। কাজ না করলে অথরিটি কাজ করবে না। আপনাদের আলাদা নির্দেশনার প্রয়োজন নেই। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে।

আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে।

সিইসি আশা প্রকাশ করেন যে, এই নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা সবদিক দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং দেশের মানুষের আস্থা বজায় রাখবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.