September 18, 2025, 9:35 pm


নেহাল আহমেদ, রাজবাড়ী

Published:
2025-09-18 19:41:17 BdST

রাজবাড়ীতে পূজার কেনাকাটার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা


রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেনাকাটা করার টাকা না পেয়ে পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্বাধীন সরকার (২৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

স্বাধীন সরকার উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের গনেশ সরকারের ছেলে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্বাধীন সরকার আসন্ন শারদীয় দুর্গোৎসবের জন্য কেনাকাটা করতে পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করেন। পরিবার থেকে তার চাহিদা মতো টাকা না দেওয়ায় তিনি অভিমানে আত্মহত্যা করেন।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে পরিবারের অন্যান্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। আজ বৃহস্পতিবার সকালে স্বাধীন সরকারের ঘরের দরজার সামনে গিয়ে তার মা শম্পা রানী সরকার ডাকাডাকি করতে থাকেন। এসময় ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে আনেন। এলাকার লোকজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙ্গে দেখতে পান স্বাধীন সরকার ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। বাঁচানোর জন্য তড়িঘড়ি তাকে নামানো হয়। ততক্ষণে স্বাধীন সরকার মারা গেছেন।

বালিয়াকান্দি থানা পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষণিক পুলিশের উপ- পরিদর্শক (এসআই) তুষার ঘটনাস্থলে গিয়ে মরদেহের সূরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.