November 11, 2025, 9:18 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-11-11 07:35:20 BdST

এক অ্যাপ থেকেই মিলবে সব সেবাসারা দেশে চালু হচ্ছে ওপেন ব্যাংকিং


আর্থিক খাতে স্বচ্ছতা, উদ্ভাবন ও প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশেও চালু হতে যাচ্ছে ওপেন ব্যাংকিং ব্যবস্থা। প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর আদলে তৈরি এই কাঠামোর মাধ্যমে গ্রাহকরা একাধিক ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের সেবা একই প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ওপেন ব্যাংকিং চালু হলে কোনো গ্রাহক একটি ব্যাংকে হিসাব রাখলেও তৃতীয় পক্ষের অনুমোদিত ফিনটেক প্রতিষ্ঠানের মাধ্যমে তার লেনদেনের ইতিহাস ব্যবহার করে অন্য ব্যাংকের সেবা গ্রহণ করা সম্ভব হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্ট সিটি ব্যাংকে থাকে, তাহলে তার আর্থিক লেনদেনের পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টার্ন ব্যাংক থেকেও ঋণ বা বিনিয়োগসহ অন্যান্য সেবা নিতে পারবেন।বএই ক্ষেত্রে ইস্টার্ন ব্যাংক তৃতীয় পক্ষের ফিনটেক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের আর্থিক তথ্য মূল্যায়ন করবে।

ওপেন ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক নিজের সম্মতিতে তৃতীয় পক্ষের অ্যাপ বা ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক তথ্য শেয়ার করতে পারবেন। এতে ঋণ গ্রহণ, বিল পরিশোধ, ব্যয় বিশ্লেষণ, বিনিয়োগ পরিকল্পনা ও সঞ্চয়সহ বিভিন্ন তথ্য একই প্ল্যাটফর্মে দেখা ও ব্যবহারের সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক শরাফত উল্লাহ খান বলেন, ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার যৌথ উদ্যোগে খুব শিগগিরই বাংলাদেশে ওপেন ব্যাংকিং চালু করা যেতে পারে। এটি ক্রেডিট ব্যুরো, পেমেন্ট ইনিশিয়েশন সার্ভিস এবং ডিজিটাল ব্যাংকিংয়ের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জুনের মধ্যে ওপেন ব্যাংকিং গাইডলাইন ও মানসম্মত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস প্রোটোকল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে আগামী মাসের মধ্যে একটি ওয়ার্কিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে, যা বাস্তবায়ন প্রক্রিয়ায় দিকনির্দেশনা দেবে।

লঙ্কাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন, প্রচলিত ব্যাংকিং বহু বছর ধরে সীমিত কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে। ওপেন ব্যাংকিং চালু হলে ব্যাংকগুলো তৃতীয় পক্ষের ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে গ্রাহকসেবা উন্নত করতে পারবে। সঠিক অবকাঠামো ও দক্ষ জনবল গড়ে তুলতে পারলে আমরা আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারব।

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, ইউরোপ, অস্ট্রেলিয়া ও কানাডায় ওপেন ব্যাংকিং ইতোমধ্যেই নিয়মিত ব্যাংকিং ব্যবস্থার অংশ হয়ে গেছে। সেখানে গ্রাহক নিজের তথ্যের পূর্ণ নিয়ন্ত্রণে থাকেন এবং বিভিন্ন ব্যাংকের তথ্য একত্র করে ব্যবহার করতে পারেন। বাংলাদেশে এটি সফল করতে হলে গ্রাহকের সম্মতি, সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা আইন নিশ্চিত করা জরুরি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.