November 14, 2025, 9:39 pm


শাহীন আবদুল বারী

Published:
2025-11-14 19:40:53 BdST

জমে উঠেছে টুকুর নির্বাচনী প্রচারণাটাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ডে নারীদের সাথে টুকুর স্ত্রীর মতবিনিময়


টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা, সবার মুখে নির্বাচনী আলোচনা। দীর্ঘদিন পর শহরের প্রতিটি অলিগলিতে, পাড়া-মহল্লায়, চায়ের দোকানে চলছে ভোট নিয়ে বাকযুদ্ধ। প্রচারণায় কে এগিয়ে, কে পিছিয়ে; কার কি ভুলত্রুটি এনিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে শহর থেকে গ্রাম জুড়ে। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রায় প্রতিদিনই টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন এলাকায় চলছে পরিচিতি সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা, গণসংযোগ।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল পৌরসভার ৮নং ওয়ার্ড এর সন্তোষ দক্ষিন এলাকায় সমাজের বিভিন্ন শ্রেণীপেশার নারীদের সাথে মতবিনিময় করেন সুলতান সালাউদ্দিন টুকুর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মি।

এসময় সিম্মি স্থানীয় নারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নারী ভোটাররা টুকুর সহধর্মিণী সায়মা পারভীন সিম্মির কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সিম্মি তাদের সমস্যা সমাধানে বিভিন্ন দিকনির্দেশনা দেন। 

শুভেচ্ছা বক্তব্যের শেষে সিম্মি তার স্বামী, টাঙ্গাইলের কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকুর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে টুকুকে জয়যুক্ত করে টাঙ্গাইলবাসীর খেদমত করার সুযোগ চান।

এসময় সিম্মির সাথে ছিলেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, নির্বাচন পরিচালনা কমিটির নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা অপু, এলি আক্তার, শামীমা স্বর্ণা, হাওয়া বেগম, খাদিজা আক্তার ইমু ও কোহিনুর বেগম প্রমুখ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.