October 26, 2025, 9:54 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-10-26 15:34:38 BdST

তদন্ত কমিটি গঠনমেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে পথচারী নিহত


রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ওপর থেকে বিয়ারিং প্যাড তার ওপরে পড়লে ঘটনাস্থলেই লোকটির মৃত্যু হয়।

সঙ্গে পাওয়া পাসপোর্ট থেকে তার নাম আবুল কালাম (৩৫) বলে জানা যায়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা তিনি। পাসপোর্টে মালয়েশিয়ার ভিসা লাগানো ছিল। পাসপোর্টের ছবির সঙ্গে মিলিয়ে তাকে শনাক্ত করা হয়।

এ বিষয়ে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এ ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে৷

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। লাশ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.